বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ পিএম আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন ৫০ জন।
এছাড়া মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭২ জন নতুন রোগী।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ আজ সকালে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেলায়ার হোসেন (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি গতকাল হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন