বরিশাল নিউজ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম বলেছেন, যেকোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে তা প্রতিরোধ করা উত্তম।
আজ রবিবার বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুক–ই–আজম বলেন, টাইফয়েড টিকা সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। এই রোগে আক্রান্ত রোগী নানান শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। টাইফয়েড প্রতিরোধে টিকা দেওয়া জরুরি।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো.রায়হান কাওসার, ডিআইজি মো.মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো.শফিফুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো.আব্দুস সালাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মণ্ডল, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগে ২৬ লাখ ১৪ হাজার জনকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং নভেম্বরের ১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এ টিকা দেওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন