Advertise top
চিকিৎসা

প্রাণ ফিরে পেল ‘আইসিইউ’তে থাকা ৩৩ বছরের ‘সিসিইউ’

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম       

প্রাণ ফিরে পেল ‘আইসিইউ’তে থাকা ৩৩ বছরের ‘সিসিইউ’
শেবাচিম হাসপাতালে নতুন করে ‘সিসিইউ ‘ উদ্বোধন। ছবি: বরিশাল নিউজ

শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের দুরাবস্থায় পরে থাকা করোনারি কেয়ার ইউনিটটিকে (সিসিইউ) আধুনিক করার দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউর মনির আজ সোমবার, ২০ অক্টোবর সেই করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এর উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে সার্জারি সেমিনার হলে সভা অনুষ্ঠিত হয়।

 

৩৩ বছর আগে স্থাপিত সিসিইউটি নামের সাথে মিল রেখে নিজেই যেন ছিল অসুস্থ। ২০১৪ সালে নতুন নির্মিত আইসিইউ ভবনে সিসিইউকে স্থানান্তর করা হয়েছিল। শয্যা ছিল আটটি। পরে ১২টিতে বাড়ান হয়। শীতাতপ মেশিনও বসানো হয়েছিল আটটি। যদিও বছরের দু‘য়েক এর মাথায় সেগুলো অচল হয়ে যায়। ইউনিটটির সেই দুরাবস্থার জন্য চিকিৎসক এবং নার্সদেরই তখন দায়ী করা হতো।

 

হাসপাতালের সেই ইউনিটটিতে নতুন করে আধুনিক মানের ২৪ টি বেড বসানো হয়েছে। প্রতিটি বেডের সাথে কার্ডিয়াক মনিটর এবং অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। নির্মান করা হয়েছে চারটি নতুন টয়লেট। প্লাস্টার খুলে পড়া দেওয়াল জানান দিচ্ছিল হাসপাতাল প্রশাসন কতটা কর্মদক্ষ। সেই দেওয়ালেরও রং বদলেছে। ভুক্তভোগীদের আশা, বদলে যাক সব, বদলে যাক সবাই। 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal