Advertise top
চিকিৎসা

শেবাচিম হাসপাতালে ক্যান্সার চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষা শুরু

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম    

শেবাচিম হাসপাতালে ক্যান্সার চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষা শুরু
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি ল্যাবরেটরি চালু। ছবি: বরিশাল নিউজ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা শুরু হয়েছে। সেই সাথে প্যাথলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আধুনিক এই ল্যাবরেটরি দুইটিতে অটোমেশন চালু করা হয়েছে। যার ফলে ল্যাবের কাজ আরও দক্ষতা ও স্বচ্ছ হচ্ছে।

 

আজ রবিবার, ১২ অক্টোবর সকাল ১০টায় হেমাটোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

 

হাসপাতালের মূল ভবনের ২য় তলার ডি ব্লকে হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধন শেষে ৪র্থ তলার সার্জারি সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সঞ্চালনার দায়িত্বে থাকা ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা.আফসানা সাবরিন বলেন, হাসপাতালের প্যাথলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ রোগীদের জন্য দ্রুত ও নির্ভুলভাবে রোগ নির্ণয় করা হচ্ছে।

 

নতুন এই ল্যাবরেটরি মেডিসিন বিভাগে রোগীদের জন্য নমুনা সংগ্রহ ও শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগারে ব্যবস্থা করা হয়েছে। এখানে সবকটি কাউন্টারে অটোমেশন চালু করা হয়েছে। যা ল্যাবরেটরির কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করছে। যার ফলে ল্যাবের কাজে আরও দক্ষতা ও স্বচ্ছ হচ্ছে।

 

আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগে রাসায়নিক বিশ্লেষণের জন্য অটো-অ্যানালাইজার একাধিক মেশিন, রক্ত গণনা ও জমাট বাঁধার জন্য বিশেষ মেশিন, মাইক্রোবায়োলজির ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক পরীক্ষা করার জন্য ইনকিউবেটর, অটোমেটেড কালচার সিস্টেম চালু করা হয়েছে।

 

আলোচনা সভায় হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্যারের সহযোগিতায় পদ সৃষ্টির ১৫ বছর পর ২০২৫ সালের ৩ আগস্ট হাসপাতালে চালু করা হয় হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। সেখানে রক্ত, অস্থিমজ্জার রোগ নির্ণয়, চিকিৎসা, রোগ প্রতিরোধে, নতুন চিকিৎসা পদ্ধতি, কৌশল উদ্ভাবন ও রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় আজ ১২ অক্টোবর উদ্বোধন করা হলো হেমাটোলজি ল্যাবরেটরি।

 

এই ল্যাবরেটরিতে রক্ত কোশ, হিমোগ্লোবিন, রক্তের প্রোটিন, অস্থি মজ্জা, প্লেটলেট, রক্তনালী, প্লীহা এবং জমাট বাঁধার প্রক্রিয়া, হিমোফিলিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসার সম্পর্কিত রোগ নির্ণয় করা সম্ভব হবে।

 

আলোচনা সভার সভাপতি  পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, আজ আমাদের একটি আনন্দের দিন, বরিশালে এই প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি ও আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের যাত্রা শুরু হয়েছে। এই দুই ল্যাবরেটরির প্রতিটি মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal