Advertise top
চিকিৎসা

বরিশালে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ এএম     আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ এএম

বরিশালে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

বরিশাল জেলায় ছয়মাস হতে পাঁচ বছর বয়সী তিন লক্ষাধিক শিশুদের  ১২ ডিসেম্বর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সোমবার, ৪ ডিসেম্বর আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

 

সভায় জানানো হয়, বরিশাল জেলায় ১০টি উপজেলায় নয়টি স্থায়ী কেন্দ্রসহ দুই হাজার একশত ১৬টি টিকাদান কেন্দ্র রয়েছে। এতে চার হাজার দুইশত চৌদ্দ জন স্বেচ্ছাসেবক থাকবেন। ছয় হতে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে ভিটামিন এ সম্পর্কে প্রচার কাজও চালানো হবে।

সভায় সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান সভাপতিত্ব করেন। এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal