Advertise top
চিকিৎসা

স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশ; ঢাকায় ডেঙ্গু রোগী পাঠাবেন না

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম     আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম

স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশ; ঢাকায় ডেঙ্গু রোগী পাঠাবেন না

 

 

দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগীকে ঢাকায় না পাঠানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর রবিবার সারাদেশের সিভিল সার্জনদের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল এ নির্দেশনার কথা জানান।

 

তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে যেন ঢাকায় পাঠানো না হয়। রাজধানীর তুলনায় দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

 

ডেঙ্গু রোগীদের জন্য আইভি ফ্লুয়েড সবচেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে ডা. আহমেদুল কবীর বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী এ সময় সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি, কোথাও স্যালাইনের দাম বেশি রাখা হলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।’

 

তিনি আরও বলেন, ‘কিছু ক্লিনিক এবং হাসপাতাল রোগীদের সঙ্গে প্রতারণা করছে। রোগীদের হাসপাতালে রাখছে এবং আইসিইউতে নিচ্ছে। ওই সব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে এবং যেসব হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন নেই বা মেয়াদোত্তীর্ণ সেসব হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’

 

রোগীদের জিম্মি করে কোনো অসাধু চক্রকে লাভবান হতে দেওয়া হবে না দাবি করে ডা. আহমেদুল বলেন, ‘যারা এ ধরনের কাজ করছে তারা দেশপ্রেমিক না। আমাদের স্যালাইনের সংকট হয়নি। দেশে পেঁয়াজের মজুত থাকলেও সংকট দেখা দেয়। কেউ আর্টিফিশিয়াল কোনো সংকট যেন তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বিদেশ থেকে তিন লাখ স্যালাইন আমদানি করছি।’


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal