Advertise top
আদালত-অপরাধ

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ, পরবর্তী শুনানি ২০ নভেম্বর

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:২৪ এএম       

১৫ সেনা কর্মকর্তা সেনা কারাগারে, পরবর্তী শুনানি ২০ নভেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর সাংবাদিকদের ব্রিফ করছেন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের টিএফআই-জেআইসি সেলের অধীনে সংঘটিত গুম-খুন এবং জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দিনের শুনানি শেষে ট্রাইব্যুনাল মোট ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

যমুনা টিভি জানিয়েছে সেনা সদরে যে অস্থায়ী সাব জেল করা হয়েছে, সেখানে রাখা হতে পারে অভিযুক্তদের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল বুধবার, ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টার পর এই আদেশ দেন।

 

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

 

একইসঙ্গে মামলার অন্যতম আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক ব্যক্তিদের আদালতে হাজির করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ২০ নভেম্বর ধার্য করেছেন।

 

১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে নাকি আত্মসমর্পণ করেছেন?

 

এই প্রশ্নে আদালতে বাক বিতণ্ডা হয়। সেনাদের আইনজীবী বলছেন তারা আত্মসমর্পন করেছেন।  প্রসিকিউসন বলেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  ট্রাইবুনাল বলেছে ২টি শব্দই আদেশের মধ্যে থাক।

 

প্রসঙ্গত, গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গেলো ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন। যা নিয়ে শুরু হয় আলোচনা। কারণ দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এটাই প্রথম।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal