Advertise top
আদালত-অপরাধ

নানক, তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম    

 নানক, তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস। ফাইল ফটো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়য় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং জাহাঙ্গীর কবির নানকসহ ২৪ জনের বিরুদ্ধে  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি চারজন আসামী কারাগারে রয়েছেন। তারা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

 

এই মামলার পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৯ জানুয়ারি হাজিরের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারী মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফাইয়াজসহ নয়জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তাতারি পরোয়ানা জারী করা হয়।

 

এই সংক্রান্ত বিশেষ শুনানি নিয়ে রবিবার, ১৮ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো.গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো.মোহিতুল হক এনাম চৌধুরী।

 

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকার রাপা প্লাজার সামনে মূল সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখানে ধানমন্ডি এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আন্দোলনকারীদের সঙ্গে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফাইয়াজ ও তার সহপাঠী/বন্ধুরা অংশ নেন। সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালান। দফায় দফায় সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এইচএসসি ২৫তম ব্যাচের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ আনুমানিক দুপুর দুইটা/আড়াটায় গুলিবিদ্ধ হয়। ফারহানের বন্ধুরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে লালমাটিয়ায় অবস্থিত সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় তদন্তের পরিপ্রেক্ষিতে ২৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আজ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal