বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে একটি কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চালক রনি খান হাসপাতালে চিকিসাধীন।
নিহতরা হলেন, মাদারিপুর সদর উপজেলার ঘটমাঝি উইনিয়নের খামারবাড়ী এরাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা বেগম, একই এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম ও ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার।
এছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক রনি খান মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঘটমাঝি ইউনিয়নের তাতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে।
জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় মঙ্গলবার, ১৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে, যার ফলে বরিশাল বিভাগের ৬ জেলার যাত্রীরা যানজটের ভোগান্তিতে পড়েন।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তারা একটি ভ্যানের ওপর বসে ছিলেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত ভ্যানযোগে মস্তফাপুর থেকে ভাঙ্গা ব্রিজ এলাকায় যাচ্ছিল তালিমা, কোহিনুর ও নয়ন। এসময় তাদের সঙ্গে এক শিশুও ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের তাতিবাড়ি এলাকায় আসলে পেছন দিক থেকে আসা বরিশালগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থালেই কোহিনুর ও নয়ন নিহত হয়। এসময় তাসলিমা ও রনিকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাসলিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সঙ্গে অক্ষত অবস্থায় তাদের সঙ্গে থাকা শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন