Advertise top
আদালত-অপরাধ

ভোলায় অপহৃত ৪ জেলেকে মুক্তিপণ দিয়ে উদ্ধার

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম    

ভোলায় অপহৃত ৪ জেলেকে মুক্তিপণ দিয়ে উদ্ধার
ভোলায় উদ্ধার পাওয়া ৪ জেলে। ছবি: বরিশাল নিউজ

ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদী থেকে জলদস্যুদের হাতে অপহৃত চার জেলেকে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার করেছে নৌ পুলিশ।

 

গত ১১ জানুয়ারি দিনগত রাত ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় ট্রলারযোগে এসে তাদেরকে জিম্মি করে নিয়ে যায় জলদস্যুরা।

 

অপহরণের শিকার জেলেরা হলেন-- বোরহানউদ্দিন উপজেলার জয়া ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক মাতাব্বরের ছেলে মহিউদ্দিন মাতাব্বর (৪০), টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে মো.সবুজ (২২),একই গ্রামের মো.মোতাহারের ছেলে মো.বজলু মাঝি (৩৮) ও কামাল মাঝির ছেলে মো.শরীফ (৩০)।

 

জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জেলে মহিউদ্দিন মাতাব্বর ও মো.শরীফ বলেন, ১৩ তারিখ রাতে আমরা চারজন জেলে-মাঝি মিলে মেঘনা নদীতে মাছ ধরছিলাম, এসময় একটি ট্রলারযোগে একদল জলদস্যু এসে আমাদেরকে ঘিরে ধরে চোখ বেঁধে লক্ষীপুর সংলগ্ন একটি চরে নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকা চেয়ে আমাদেরকে মারধর করেন তারা। তাদের কাছে অস্ত্র ছিল। পরবর্তীতে জলদস্যুরা আমাদের ৪ জেলের বাড়িতে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার টাকা নেয়।

 

তারা আরও বলেন, গতকাল সোমবার রাত ৯ টার দিকে জলদস্যুরা আমাদেরকে ফের তাদের ট্রলারে উঠিয়ে ট্রলার চালাতে থাকে। এবং একপর্যায়ে নদীতে একটি অচেনা স্পিডবোট দেখে জলদস্যুরা ভয়ে ট্রলার তীরে চাপিয়ে লাফ দিলে আমরাও লাফ দিয়ে রক্ষা পাই। তবে তাদের কাউকেই চিনি না।

 

এ বিষয়ে বোরহানউদ্দিনের নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন অপহরণের শিকার জেলেদের মোবাইল ট্রাকিং করে চরে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছি। জলদস্যুরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে পারিনি।  তাদেরকে চিহ্নিত করা যায়নি, চেষ্টা চলছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal