Advertise top
আদালত-অপরাধ

বরিশালে আদালত কর্মচারীদের ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৯:২০ পিএম    

বরিশালে আদালত কর্মচারীদের ২ ঘণ্টা কর্মবিরতি
বরিশালে বিচার বিভাগের কর্মচারীদের তিন দফা দাবিতে কর্মবিরতি। ছবি: বরিশাল নিউজ

বরিশালের বিচার বিভাগের কর্মচারীরা তিন দফা দাবিতে সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা কর্মস্থল ছেড়ে আদালতের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোশিয়েসনের উদ্যেগে এ কর্মবিরতি পালিত হয়।

 

তাদের দাবিগুলো হলো- বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত এবং বিদ্যমান পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।

 

কর্মচারী অ্যাসোশিয়েসনের সভাপতি এস. এম হেদায়েতুন্নবী জাকির বলেন, অন্যান্য দপ্তরে পদ-পদবী ও বেতন গ্রেড হালনাগাদ হলেও অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন হয়নি। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই ৩০-৪০ বছর চাকরি করে অবসরে যান। আমাদের ৩ দফা দাবি মেনে না নিলে কেন্দ্রীয় অ্যসোশিযেসন পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করলে বরিশাল জেলা ও বিভাগ তা পালন করার জন্য দৃঢ় প্রতীজ্ঞ।
 


 

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র রায, বেঞ্চ সরকারী কামরুর ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির তারিকুল ইসলামসহ আদালতের সকল কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal