Advertise top
আদালত-অপরাধ

মাদকের টাকার জন্য খুন,  বরিশালে ২ যুবক গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম    

মাদকের টাকার জন্য খুন,  বরিশালে ২ যুবক গ্রেপ্তার
আটক সাকিব সরদার ও মুন্না হাওলাদার

বরিশালের বাঘিয়ায় উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। একই সাথে লাশ উদ্ধারের একদিনের মধ্যে হত্যারহস্য উদঘাটন করে দুইজনকে গ্রেপ্তার করেছে তারা। গ্রেপ্তারকৃতরা হল, বরিশাল সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের সাকিব সরদার (২০) ও ২৯ নং ওয়ার্ডের মুন্না হাওলাদার (২১)।

 

পুলিশ জানিয়েছে, ৯৯৯ নম্বরে কল পেয়ে ৫ এপ্রিল মহানগরীর এয়ারপোর্ট ও কাউনিয়া থানার সীমান্তবর্তী বাঘিয়া গ্রামে কচুরিপানা ভর্তি একটি পরিত্যাক্ত ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যায়। বিভিন্ন মাধ্যমে সন্ধান চালিয়ে নিশ্চিত হওয়া যায় নিহত ব্যক্তির নাম হাসান প্যাদা (৩০)। তিনি লাকুটিয়া বকসির চর এলাকার খোকন প্যাদার ছেলে।

 

পুলিশ জানিয়েছে, নিহত হাসান প্যাদা ও হত্যায় অভিযুক্ত সাকিব এবং মুন্না হাওলাদার একসাথেই চলাফেরা করতো। ২ এপ্রিল রাত ১০টার দিকে তিনজনে মিলে ওই এলাকার শাহজাহান হাওলাদারের বাগানে যায়। সেখানে বসে  মাদক সেবনের পরিকল্পনা করে। কিন্তু সাকিব ও মুন্নার কাছে টাকা না থাকায় হাসান প্যাদাকে হত্যা করে তার কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে মাদক সেবন করার প্লান কর তারা । পরে তারা লাশ গোপন করার জন্য শাহজাহান হাওলাদারের পরিত্যাক্ত ডোবায় নেমে কচুরিপনার নিচে লুকিয়ে রাখে।

 

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, গ্রেপ্তারের পর অভিযুক্তদের সন্ধান দেওয়া স্থান থেকে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম ও নিহত হাসানের মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal