Advertise top
চিকিৎসা

শেবাচিম হাসপাতালে পরিচালক পদে সেনা কর্মকর্তা নিয়োগ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১১:২৬ পিএম     আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক পদে একজন সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে এই হাসপাতালের পরিচালক পদে পদায়ন করা হয়। এবারই প্রথম এই হাসপাতালে একজন সেনা কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। নতুন নিয়োগ পাওয়া ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত।

 

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মনিরুজ্জামান শাহিন জানান, বৃহস্পতিবার নতুন পরিচালক পদায়নের প্রজ্ঞাপন পেয়েছি। তবে তিনি এখনো যোগদান করেননি।

 

দুর্নীতি-অনিয়মসহ নানা অভিযোগে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে ২৯ অক্টোবর হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার পর ওই দিন দুপুরে পরিচালক সাইফুল ইসলাম কড়া নিরাপত্তায় হাসপাতাল ত্যাগ করেন।

 

পদত্যাগের পর থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal