বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৮:২৭ পিএম আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৮:২৮ পিএম
‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো বরিশালেও বিশ্ব যক্ষ্মা দিবস উদ্যাপন করা হয়। দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সকালে স্বাস্থ্য পরিচালকের ভবন থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য ভবনে এসে শেষ হয়।
র্যালি শেষে সদর উপজেলা পরিবার পরিকল্পনা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, যক্ষ্মা থেকে বাঁচার উপায় জনসচেতনতা। দুই সপ্তাহের বেশি কাশি থাকলেই যক্ষ্মা পরীক্ষা করতে হবে। অসচেতনতা ও দ্রুত শনাক্ত না হওয়ায় যক্ষ্মা এখনো দেশের বড় স্বাস্থ্যসমস্যা। সরকারের চেষ্টা রয়েছে ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করার।
সিভিল সার্জন ডা. মারিয়া হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডা. মো. লোকমান হাকিম, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহামুদ হাসান ও ডা. মো. সাইফুল হাসান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন