বরিশাল নিউজ
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৯:৫৮ পিএম আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:৫৯ পিএম
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুর থেকে কর্মবিরতি শুরু হয়েছিল।
দুই সংগঠনের পদে থাকা ডা.মহিউর রহমান বলেন, দুপুরে হাসপাতাল পরিচালকের কক্ষে সভা হয়। সভায় পরিচালক ডা.এইচএম সাইফুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি ফোন করে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করার আহবান জানিয়েছেন। তিনি বরিশাল এসে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে বসে কমিটি নিয়ে সিদ্বান্ত নেবেন। এ আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।
ডা.মহিউর আরো জানান, ঘোষিত কমিটি নিয়ে এক পাক্ষিকতা দেখা দেয়। দুইটি কমিটিতে তিনি দুটি পদে থাকলেও কমিটির বিষয় কিছুই জানতেন না। এ নিয়ে সাধারণ ইন্টার্ন ডাক্তারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
ইর্ন্টান ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন বলেন, কমিটি ভাঙ্গার ব্যাপারে কোন সিদ্বান্ত হয়নি। হাসপাতালের পরিচালক স্যার মেয়র ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছেন। আপাতত এখানে স্বাস্থ্য সেবা নিশ্চিত হয় সেটার উপরে তারা জোর দিয়েছেন। আমাদের এখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, কমিটি নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব ছিলো অর্থাৎ কর্মবিরতি। আমরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ কমিটির দু-অংশের সাথে কথা বলেছি। আমাদের স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর যৌথ উদ্যোগে এরা কর্মবিরতি প্রত্যাহার করেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন