বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ বছরের শিশু তহুরা মারা গেছে। বরিশালের বানারীপাড়ায় রবিবার, ১৮ ফেব্রুয়ারি বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল তহুরা।বানারীপাড়ায় এই প্রথম নিপা ভাইরাসে মৃত্যু ঘটনা ঘটলো।
শিশু তহুরা বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামের সাবেক ইতালী প্রবাসী ও বর্তমানে ব্যবসায়ী ইমাম হোসেন সান্টুর মেয়ে।
তহুরার বড় চাচা সাবেক ইউপি চেয়ারম্যান এমএ সালেক হাওলাদার জানান, ভাতিজি তহুরা বাড়িতে কাঁচা খেজুরের রস খাওয়ার সপ্তাহ খানেক পর অসুস্থ হয়ে পড়ে।
এক মাস আগে প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসার পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশু হাসপাতালে ২০ দিন পিআইসিউতে চিকিৎসা নিয়ে রবিবার, ১৮ ফেব্রুয়ারি শিশু তহুরা মারা যায়।
তহুরার আরেক চাচা জামাল রেজা জানান, তার ভাতিজিকে প্রথমে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ও পরে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. মনির হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। চিকিৎসক তাদের জানিয়েছেন তহুরা নিপা ভাইরাসে আক্রান্ত।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন