বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:১১ এএম
বিশ্বকাপ ২০২৩ এর প্রথম সেমিফাইনাল আজ । মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে এই সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার,১৫ নভেম্বর,দুপুর ২.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
ভারতের এই প্রতিপক্ষ ২০২০ এবং ২০২২ সালের প্রতিটি খেলায় ভারতকে হারিয়েছে। যেন এর শোধ নিতেই ভারত বিশ্বকাপের বছর ২০২৩ সালকে বেছে নেয়। এ বছরের সব কটি খেলায় নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত।
বিশ্বকাপের ফাইনালে কে খেলবে আজ তা নির্ধারণ হবে।ভারত এই বিশ্বকাপে সব কটি ম্যাচে শুধু নিউজিল্যান্ডকে হারিয়েছে তাই নয়,অপরাজিত থেকে লিগ পর্ব শেষ করেছে তারা। তাই তাদের দিকেই পাল্লা ভারী। তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেট শেষ পর্যন্তই দেখতে হবে। তবে তার আগে দেখা যাক তাদের রেকর্ড কী বলে।
এ ব্যাপারে বাসস এর প্রতিবেদন থেকে জানা গেছে, এবারের সেমিফাইনালের আগে এই দুই দল খেলেছে ৬৭টি ম্যাচ।এরমধ্যে সবমিলিয়ে ভারত জয়ী হয়েছে ৫৯ ম্যাচে,নিউজিল্যান্ড জয়ী ৫০ ম্যাচে।টাই: ১টি, পরিত্যক্ত হয়েছে ৭টি ম্যাচ
আর শেষ ১০ লড়াইয়ের রেকর্ড কেমন? আসুন দেখি।
২ ফেব্রুয়ারি ২০২০, হ্যামিল্টন: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
৮ ফেব্রুয়ারি ২০২০, অকল্যান্ড: নিউজিল্যান্ড ২২ রানে জয়ী
১১ ফেব্রুয়ারি ২০২০, মাউন্ট মঙ্গানুই: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
২৫ নভেম্বর ২০২২, অকল্যান্ড: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
২৭ নভেম্বর ২০২২, মাউন্ট মঙ্গানুই: পরিত্যক্ত
৩০ নভেম্বর ২০২২, ক্রাইস্টচার্চ: পরিত্যক্ত
১৮ জানুয়ারি ২০২৩, হায়দারাবাদ: ভারত ১২ রানে জয়ী
২১ জানুয়ারি ২০২৩, রায়পুর: ভারত ৮ উইকেটে জয়ী
২৪ জানুয়ারি ২০২৩, ইন্দোর: ভারত ৯০ রানে জয়ী
২২ অক্টোবর ২০২৩, ধর্মশালা: ভারত ৪ উইকেটে জয়ী।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন