বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

ডিআরসির (স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি) কাছে আবেদন করেও লাভ হলো না বিসিবির (বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড)। আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ডিআরসির কাছে ওই আবেদন করে বিসিবি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। ফলে টি- টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহনের আর কোন সুযোগ রইল না।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে ভারতের সঙ্গে ক্রিকেটীয় বিরোধ শুরু। এই ঘটনায় দেশের সম্মানকে গুরুত্ব দিতে ভারতে বিশ্বকাপ খেলবে না বলে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। অন্যদিকে আসিসিও অনড় বিশ্বকাপ ভারতেই খেলতে হবে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখতিয়ার বহির্ভূত হওয়ায় ডিআরসি বিসিবির আবেদন খারিজ করে দিয়েছে। আইসিসি আইনের ১.৩ ধারায় উল্লেখ আছে, আইসিসি বোর্ডের নেওয়া কোনো সিদ্ধান্ত বা আইসিসির তত্ত্বাবধানে কোনো কমিটির কোনো সিদ্ধান্ত রিভিউ করতে পারে না এই ‘ডিসপিউট রেজুলেশন কমিটি- ডিআরসি।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির গঠনতন্ত্রের এই আইনি সীমাবদ্ধতার কারণেই বিসিবির আবেদনটি গ্রহণ না করে সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার আইসিসির বোর্ড সভায় নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব তুলেছিল বাংলাদেশ। কিন্তু সেখানে ১৬ সদস্যের মধ্যে ১৪ জনই বাংলাদেশের বিপক্ষে ভোট দেন। ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
আইনি ও কূটনৈতিক সব দুয়ার বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের সামনে এখন দুটি পথই খোলা। হয় আইসিসির সিদ্ধান্ত মেনে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা, নয়তো টুর্নামেন্ট বর্জন করা। পিটিআই জানিয়েছে, বাংলাদেশ যদি তাদের অবস্থানে অনড় থাকে, তবে আজই তাদের পরিবর্তে বদলি দলের নাম ঘোষণা করতে পারে আইসিসি। ধারণা করা হচ্ছে, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডই সুযোগ পেতে পারে বাংলাদেশের জায়গায়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন