Advertise top
ক্রিকেট

সুপার ওভারে টাইগার এ-কে হারিয়ে শিরোপা জিতল পাকিস্তান শাহিনস

​​​​​​​স্পোর্টস ডেস্ক, বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫২ এএম    

পাকিস্তানের উদযাপন

শ্বাসরুদ্ধকর ফাইনালে লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। প্রথমে বল হাতে পাকিস্তানকে অল্প রানে আটকে দিলেও, ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ পর্যন্ত সুপার ওভারের নাটকীয়তায় হেরে এশিয়া কাপ রাইজিং স্টারস (Asia Cup Rising Stars) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা হাতছাড়া হলো তরুণ টাইগারদের। সুপার ওভার জিতে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান শাহিনস।

কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২৩ নভেম্বর, ২০২৫)  ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

দল

ইনিংস

স্কোর

পাকিস্তান শাহিনস

২০.০ ওভার

১২৫/১০ (সাদ মাসুদ ৩৮, রিপন মণ্ডল ৩/২৫)

বাংলাদেশ ‘এ’

২০.০ ওভার

১২৫/৯ (টাই)

সুপার ওভার

বাংলাদেশ ‘এ’: ৬/২; পাকিস্তান শাহিনস: ৭/০

 

ফলাফল: পাকিস্তান শাহিনস সুপার ওভারে জয়ী।

   

বিস্তারিত:

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে বল হাতে জ্বলে ওঠেন পেসার রিপন মণ্ডল। তার দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে থাকে পাকিস্তান শাহিনস।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান শাহিনসকে একাই টেনে নিয়ে যান সাদ মাসুদ, তিনি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান। শেষ পর্যন্ত রিপন মণ্ডলের (৩/২৫) ও রাকিবুল হাসানের (২/১৬) বোলিং তোপে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় পাক শাহিনস।

জবাবে ১২৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’। হাবিবুর রহমান সোহান, জিষাণ আলম ও ইয়াসির আলীর মতো টপ অর্ডার ব্যাটসম্যানরা দ্রুত সাজঘরে ফিরে যান। একপর্যায়ে ৮৮ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে টাইগাররা। তবে শেষদিকে রাকিবুল হাসান এবং এসএম মেহরবের লড়াকু ব্যাটিংয়ে স্কোর বোর্ডে রান যোগ হতে থাকে। ২০ ওভার শেষে বাংলাদেশও ১২৫ রান করলে ম্যাচটি টাই হয় এবং গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’। তবে ব্যাটিং অর্ডারের ভুল সিদ্ধান্তের কারণে তারা মাত্র ৬ রান তুলতে সমর্থ হয় এবং দুটি উইকেট হারায়। জবাবে ৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহিনস, জিতে নেয় এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা।

উল্লেখ্য, বাংলাদেশ ‘এ’ দল সেমিফাইনালে টুর্নামেন্টের ফেভারিট দল ভারত ‘এ’-কে সুপার ওভারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal