বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

নিরাপত্তা না থাকার কারন দেখিয়ে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। এ নিয়ে আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বৈরথ তুঙ্গে। এ ব্যাপারে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। বাংলাদেশকে সমর্থন জানিয়েশেঠি বলেছেন, আইসিসিকে প্রমান করতে হবে তারা ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়।’
পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপারকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি এই মন্তব্য করেন।
গত বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। যদিও পিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। তবে নাজাম শেঠি বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভিকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, ’মহসীন নাকভি ক্রিকেটটা ভালো বোঝেন। তিনি যদি বাংলাদেশের দেখানো পথে হেঁটে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেন, তবে আমি তার পাশে থাকব। তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন