বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সূচি অনুযায়ী ভারতে খেলতে রাজি না হওয়ায়, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। আইসিসি অবশ্য এখনও বিষয়টি নিশ্চিত করেনি।
‘সি’ গ্রুপে ছিল লিটন দাসের দল। তাদের জায়গায় এলো ইউরোপ অঞ্চল থেকে বাছাইয়ে ব্যর্থ হওয়া স্কটল্যান্ড। গ্রুপে তাদের অন্য চার প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান চতুর্দশ স্থানে। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়েছিল তারা। প্রথম দুটি স্থানে থাকা নেদারল্যান্ডস ও ইতালি জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। তৃতীয় স্থানে থাকা জার্সি রান রেটে পিছিয়ে তৃতীয় হয়েছিল।
এই প্রথম কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসরে না খেলায় পরের বিশ্বকাপে তাদের সরাসরি খেলা পড়ে যেতে পারে শঙ্কায়।
ঘটনার সূত্রপাত কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতার দাবির মুখে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায়।
এর কড়া প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ। দেশে বন্ধ করা হয় আইপিএলের সম্প্রচার। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায় বিসিবি।
এ নিয়ে অনেক টানাপোড়েনের পর গত বুধবার আইসিসি সভায় ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী পরে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ হয় বাংলাদেশ। এবার আসর থেকে ছিটকেই গেল তারা।
সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন