Advertise top
খেলা

শ্রীলংকাকে বড় ব্যবধানে হারাল নিউজিল্যান্ড

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম     আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

শ্রীলংকাকে বড় ব্যবধানে হারাল নিউজিল্যান্ড

 

লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছে গতবারের রার্নাস-আপ নিউজিল্যান্ড। শ্রীলংকার দেওয়া ১৭২ রানের টার্গেট ১৬০ বল বাকী রেখে ম্যাচ জিতে কিউইরা। ১৬০ বল হাতে রেখে ম্যাচ শেষ করায়, রান রেট অনেকখানি বেড়ে গেছে নিউজিল্যান্ডের। এতে সেমির টিকিট পাবার ক্ষেত্রে শক্ত অবস্থানে পৌঁছে গেছে কেন উইলিয়ামসনের দল।

 

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানেই আছে নিউজিল্যান্ড। সেমির দৌড়ে এখনও আছে পাকিস্তান ও আফগানিস্তান। ৮ ম্যাচে ৮ করে পয়েন্ট আছে তাদের। কিন্তু রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে তারা।

 

এদিকে ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে নেমে গেল শ্রীলংকা। এ অবস্থায় ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা ঝুলে রইল লংকানদের। ইংল্যান্ড, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পরের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে শ্রীলংকাকে।

 

বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

 

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলংকা : ১৭১/১০, ৪৬.৪ ওভার (পেরেরা ৫১, থিকশানা ৩৮*, বোল্ট ৩/৩৭)।

নিউজিল্যান্ড : ১৭২/৫, ২৩.২ ওভার (কনওয়ে ৪৫, মিচেল ৪৩, ম্যাথুজ ২/২৯)।

ফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট(নিউজিল্যান্ড)।

 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal