বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
শেষ চারের টিকিট নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানাস্তান।
৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লীগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তান।
ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে একবারই দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের। ২০১৯ বিশ্বকাপের সেই ম্যাচে আফগানদের ৯ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা। আফগানিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়ে ২৮ ওভারেই ম্যাচ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে দুই বার দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এতেও জয় প্রোটিয়াদের।
দ.আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
শেষ চারের টিকিট নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানাস্তান।
৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লীগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তান।
ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে একবারই দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের। ২০১৯ বিশ্বকাপের সেই ম্যাচে আফগানদের ৯ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা। আফগানিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়ে ২৮ ওভারেই ম্যাচ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে দুই বার দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এতেও জয় প্রোটিয়াদের।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন