Advertise top
খেলা

ম্যাথুসের ফিতা ছেড়া হেলমেটটি কাজে লাগালো দিল্লি পুলিশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম     আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১১:৫৬ এএম

ম্যাথুসের ছেড়া হেলমেট কাজে লাগাল দিল্লি পুলিশ
দিল্লি পুলিশের জনসচেতনতা মূলক প্রচারণা। ছবি: দিল্লি পুলিশ

 

ভাইরাল কোন বিষয়কে নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে দিল্লি পুলিশ। এ রকমই এক ভাইরাল ঘটনা ম্যাথুসের হেলমেট।  

 

দিল্লির জনগণকে সতর্ক করার উপায় হিসেবে ম্যাথুসের হেলমেট কাণ্ডকে বেছে নিয়েছে শহরটির পুলিশ বিভাগ। ম্যাথুস মাঠ থেকে বের হওয়ার সময় ছেড়া হেলমেটটি ছুড়ে ফেলেছিলেন। সেই ছুঁড়ে ফেলা ছেড়া হেলমেট দিল্লি পুলিশ ভালোভাবেই কাজে লাগিয়েছে।

 

এ ব্যাপরে ভারতের দ্য বিজনেস স্টান্ডার্ড বাংলা  তাদের প্রতিবেদনে বলছে, ম্যাথুসের এই ঘটনাকে পুঁজি করে নিজেদের প্রচারণা চালিয়ে নিয়েছে দিল্লি পুলিশ। অবশ্য নিজেদের বললে একটু ভুলই হবে, বলা চলে দিল্লির জনগণকে সতর্ক করার উপায় হিসেবে ম্যাথুসের হেলমেট কাণ্ডকে বেছে নিয়েছে শহরটির পুলিশ বিভাগ।

 

বিশেষ করে বাইকারদের প্রতি নিজেদের বার্তা আরেকবার পৌঁছে দিয়েছে দিল্লি পুলিশ। ভালো একটি হেলমেট ব্যবহার করার উপযোগিতা সম্পর্কে সবাইকে সচেতন করতে তারা ম্যাথুসের ভুল হেলমেট নিয়ে ক্রিজে আসার ছবিটিকে ব্যবহার করেছে, সেটিও নিজেদের মতো কিছুটা এডিট করে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি পুলিশ সেই ছবিটি দিয়ে লিখেছে, 'একটি ভালো হেলমেট আপনাকে টাইমড আউট হওয়া থেকে বাঁচাতে পারে'। অর্থাৎ, সঠিক হেলমেট পরে দুর্ঘটনা হলেও নিজের জীবন বাঁচানো সম্ভব, এমনটাই বলতে চেয়েছে দিল্লি পুলিশ।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal