Advertise top
খেলা

শান্ত- সাকিবে জয় বাংলাদেশের

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১০:১১ পিএম       

শান্ত- সাকিবে জয় পেল বাংলাদেশ, দেশে খুশির বণ্যা
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান- নাজমুল হোসেন শান্ত।

 

স্কোর:

শ্রীলঙ্কা- ২৭৯/১০ (৪৯.৩)

 

বাংলাদেশ- ২৮২/৭ (৪১.১)। ফলে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ।

 

৬৫ বলে ৮২ রান এবং ১০ ওভার বোলিং করে ৫৭ রানে ২ উউকেট পেয়ে ম্যাচ সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

 

এ জয়ে পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে এসেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে গেলে থাকতে হবে শীর্ষ আটের মধ্যে। দুই দলেরই বাকি আছে একটি করে ম্যাচ।

 

২৮০ রানের লক্ষ্যে ৪১ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও সাকিব ও নাজমুলের ১৬৯ রানের জুটিতে বাংলাদেশ এগিয়ে গেছে। দিল্লিতে শিশিরের প্রভাব ছিল ভালোভাবেই, সে অর্থে বাংলাদেশের টসে জিতে সিদ্ধান্তটা ছিল ভালো। নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকে যাওয়ার ব্যাপার ছিল, বাংলাদেশ তাতেও সফল হয়েছে।

 

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal