বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইম আউট’ হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলংকার সাবেক এই অধিনায়ক কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে সাজঘরে ফিরেছেন।
ম্যাথিউস যে হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি। পরে তার জন্য আরেকটি হেলমেট আনা হয়। কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথিউস।
নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হয়। কিন্তু ম্যাথিউস তা হতে পারেননি।
যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে ম্যাথিউসকে টাইম আউট দিয়েছেন আম্পায়ার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন