বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০:৪৯ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ মধ্যপ্রাচ্যে সংঘাত সমাধানের মূল চাবিকাঠি হলো একটি সার্বভৌম, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যদিও এটি ওয়াশিংটনের ঘোষিত কোনো লক্ষ্য নয়।’
তিনি বিশ্বব্যাপী একের পর এক বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটের পেছনে পশ্চিমা দেশগুলোকেও দায়ী করেন পুতিন।
সোমবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্য, সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের বৈঠকে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ করেন। খবর রয়টার্সের।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন