Advertise top
বিদেশ

যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে জেনেভায় আলোচনায় পশ্চিমারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:০০ এএম       

জেনেভায় পশ্চিমাদের আলোচনা

রয়টার্সের খবর অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত একটি খসড়া পরিকল্পনা নিয়ে রবিবার জেনেভায় (Geneva) ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা বৈঠকে বসেছেন। ইউক্রেন এবং তার মিত্ররা এই পরিকল্পনায় রাশিয়াকে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করার পরই এই বৈঠক অনুষ্ঠিত হলো।

ট্রাম্পের ২৮-দফা শান্তি পরিকল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) বৃহস্পতিবারের মধ্যে ২৮-দফা পরিকল্পনাটি অনুমোদন করতে হবে। এই পরিকল্পনায় ইউক্রেনকে অঞ্চল ছেড়ে দেওয়া, সামরিক বাহিনীর ওপর সীমাবদ্ধতা আরোপ এবং ন্যাটোতে (NATO) যোগদানের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার কথা বলা হয়েছে।

  • অনেকের মতে, এই ধরনের শর্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক এই সংঘাতে প্রায় চার বছর ধরে লড়াই করার পর ইউক্রেনের জন্য এক প্রকার আত্মসমর্পণের সামিল।
  • পরিকল্পনাটি ঘোষণার পর, এটি কে বা কারা তৈরি করেছে, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।

আলোচনার উদ্দেশ্য ও ইউরোপের অবস্থান

আলোচনায় অংশগ্রহণের জন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ (Steve Witkoff) এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও (Marco Rubio) রবিবার জেনেভায় পৌঁছেছেন বলে জানা গেছে। একজন মার্কিন কর্মকর্তা উদ্ধৃত করে বলেছেন রয়টার্স, "আমরা চূড়ান্ত বিবরণগুলো ঠিক করে নিতে চাই... যাতে তাদের (ইউক্রেনের) জন্য সুবিধাজনক একটি চুক্তি তৈরি করা যায়।"

ইউরোপীয় এবং অন্যান্য পশ্চিমা নেতারা শনিবার বলেছেন যে মার্কিন শান্তি পরিকল্পনা, যা রাশিয়ার কিছু মূল দাবিকে সমর্থন করে, তা আলোচনা শুরুর জন্য একটি ভিত্তি হতে পারে, তবে বৃহস্পতিবারের সময়সীমার আগে কিয়েভের (Kyiv) জন্য আরও "অতিরিক্ত কাজের" প্রয়োজন।

একটি জার্মান সরকারি সূত্র জানিয়েছে, মার্কিন প্রস্তাবের ওপর ভিত্তি করে তৈরি করা একটি ইউরোপীয় খসড়া শান্তি পরিকল্পনা ইউক্রেন এবং মার্কিন প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

জেলেনস্কির সতর্কতা

আলোচনার আগে প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন যে এই পরিকল্পনার ফলে ইউক্রেন তার মর্যাদা এবং স্বাধীনতা হারাতে পারে, অথবা ওয়াশিংটনের সমর্থন হারানোর ঝুঁকিতে পড়তে পারে।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal