Advertise top
বিদেশ

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বৈরুতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৩ এএম    

বৈরুতে হামলার পরের একটি দৃশ্য

লেবাননের রাজধানী বৈরুতের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় নতুন করে আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। পার্সটুডের খবরে বলা হয়েছে, এই হামলায় কমপক্ষে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং ২১ জনেরও বেশি আহত হয়েছেন।

বৈরুতের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলা

ইসরায়েলি সেনাবাহিনী রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর আল-হারা এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে তাদের বাহিনী 'নির্ভুল হামলা' চালিয়েছে।

  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর হামলার কথা নিশ্চিত করে বলেছে যে, ইসরায়েলি সেনাবাহিনী 'বৈরুতের কেন্দ্রস্থলে' এই অভিযান পরিচালনা করেছে।
  • প্রতিবেদনে বলা হয়, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতেই নেতানিয়াহু এই অভিযানের অনুমোদন দেন।
  • লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই আগ্রাসনে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২১ জনের বেশি আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ও সমন্বয় বিতর্ক

লেবাননে ইসরায়েলের এই নতুন আক্রমণ নিয়ে দুইজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মন্তব্য করেছেন:

  1. প্রথম কর্মকর্তা: তিনি জানান, হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেনি; তবে হামলা চালানোর পরপরই বিষয়টি জানানো হয়।
  2. দ্বিতীয় কর্মকর্তা: তিনি বলেন, ওয়াশিংটন কয়েকদিন ধরেই জানত যে ইসরায়েল লেবাননে হামলা বাড়াতে পারে, কিন্তু হামলার সময়, স্থান বা লক্ষ্য সম্পর্কে আগেই কোনো তথ্য তাদের কাছে ছিল না।

তবে, ইসরায়েলি পত্রিকা ইয়েদিয়ত আহরোনোত একটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে ভিন্ন কথা জানিয়েছে। তাদের দাবি, বৈরুতের দক্ষিণ উপশহরে পরিচালিত আক্রমণটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র পূর্বে বৈরুতে যেকোনো সামরিক অভিযানের বিরোধিতা করেছিল।

লেবাননের এমপির হুঙ্কার: 'যথাসময়ে শত্রুর মোকাবিলা করবে প্রতিরোধশক্তি'

ইসরায়েলি হামলার স্থল থেকে বক্তব্য দিতে গিয়ে লেবাননের এমপি আলি আম্মার এই ঘটনাকে "ওয়াশিংটন-সমর্থিত যুদ্ধবিরতির পর থেকে লেবাননজুড়ে চলমান আগ্রাসনের অংশ" বলে উল্লেখ করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননের ওপর যেকোনো হামলাই 'লাল রেখা' লঙ্ঘন। এই আগ্রাসন লেবাননের মর্যাদা, সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তাকে লক্ষ্যবস্তু করার ধারাবাহিকতার অংশ।

আম্মার আরও বলেন, "প্রতিরোধশক্তি চরম প্রজ্ঞা ও ধৈর্যের সাথে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং যথাসময়ে শত্রুর মোকাবিলা করবে।"

তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, লেবাননের ভেতরের কিছু কণ্ঠস্বর নিজেদেরকে শত্রুর আগ্রাসনকে সমর্থনকারী হাতিয়ারে পরিণত করেছে, যা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতা

বৈরুতের দক্ষিণাঞ্চলে এই হামলাটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার নভেম্বর ২০২৪-এর যুদ্ধবিরতি চুক্তির আরও একটি স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে, যা তীব্র সংঘাত কমানোর উদ্দেশ্যে করা হয়েছিল।

  • এই হামলার আগে মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের সাইদনের কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়।
  • ইসরায়েলি বাহিনী দাবি করেছিল যে, হামলাটি 'হামাসের প্রশিক্ষণ কেন্দ্র' লক্ষ্য করে চালানো হয়েছে। তবে, হামাস এই অভিযোগকে 'নির্লজ্জ মিথ্যা ও গণহত্যা ঢাকার চেষ্টা' বলে প্রত্যাখ্যান করে বলেছে যে, তাদের কোনো সামরিক স্থাপনা সেখানে নেই; লক্ষ্যবস্তুটি ছিল কেবল একটি উন্মুক্ত ক্রীড়াঙ্গন।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৪,০০০ মানুষ নিহত হয়েছে এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal