আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৩ এএম

লেবাননের রাজধানী বৈরুতের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় নতুন করে আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। পার্সটুডের খবরে বলা হয়েছে, এই হামলায় কমপক্ষে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং ২১ জনেরও বেশি আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর আল-হারা এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে তাদের বাহিনী 'নির্ভুল হামলা' চালিয়েছে।
লেবাননে ইসরায়েলের এই নতুন আক্রমণ নিয়ে দুইজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মন্তব্য করেছেন:
তবে, ইসরায়েলি পত্রিকা ইয়েদিয়ত আহরোনোত একটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে ভিন্ন কথা জানিয়েছে। তাদের দাবি, বৈরুতের দক্ষিণ উপশহরে পরিচালিত আক্রমণটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র পূর্বে বৈরুতে যেকোনো সামরিক অভিযানের বিরোধিতা করেছিল।
ইসরায়েলি হামলার স্থল থেকে বক্তব্য দিতে গিয়ে লেবাননের এমপি আলি আম্মার এই ঘটনাকে "ওয়াশিংটন-সমর্থিত যুদ্ধবিরতির পর থেকে লেবাননজুড়ে চলমান আগ্রাসনের অংশ" বলে উল্লেখ করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননের ওপর যেকোনো হামলাই 'লাল রেখা' লঙ্ঘন। এই আগ্রাসন লেবাননের মর্যাদা, সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তাকে লক্ষ্যবস্তু করার ধারাবাহিকতার অংশ।
আম্মার আরও বলেন, "প্রতিরোধশক্তি চরম প্রজ্ঞা ও ধৈর্যের সাথে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং যথাসময়ে শত্রুর মোকাবিলা করবে।"
তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, লেবাননের ভেতরের কিছু কণ্ঠস্বর নিজেদেরকে শত্রুর আগ্রাসনকে সমর্থনকারী হাতিয়ারে পরিণত করেছে, যা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে।
বৈরুতের দক্ষিণাঞ্চলে এই হামলাটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার নভেম্বর ২০২৪-এর যুদ্ধবিরতি চুক্তির আরও একটি স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে, যা তীব্র সংঘাত কমানোর উদ্দেশ্যে করা হয়েছিল।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৪,০০০ মানুষ নিহত হয়েছে এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন