বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:২৮ পিএম
ইংল্যান্ড,পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও জয় পেল আফগানিস্তান।
শ্রীলঙ্কার ২৪২ রানের লক্ষ্য তারা করে আফগানিস্তান তিন উইকেট হারিয়ে এই জয় অর্জন করে। ফলে ৭ উইকেটে আফগানদের কাছে হারলো শ্রীলঙ্কা।
৬৩ বলে ৭৩ রান করে অপরাজিত আজমাতুল্লাহ ওমরজাই।
৭৪ বলে ৫৮ রানে অপরাজিত অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী।
২৪২ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
সোমবার পুনে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ছোট ছোট জুটিতে এগোনো দলটি তিন বল থাকতে অলআউট হয়েছে। দলটির হয়ে ওপেনার পাথুন নিশাঙ্কা সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন।
তিনে নামা কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৩৯ রান। চারে নামা সাদিরা সামারাবিক্রমা ৩৬ রান করেন। পরে চারিথা আশালঙ্কা ২২, অ্যাঞ্জেলো ম্যাথুস ২৩ ও মহেশ থিকসানা ৩১ বলে ২৯ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দিয়েছেন।
আফগানিস্তানের হয়ে পেসার ফজল হক ফারুরি ১০ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। স্পিনার মুজিব উর ২ উইকেট নিয়েছেন। আজমতউল্লাহ ও রশিদ খান নিয়েছেন একটি করে উইকেট।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন