বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম
বিশ্বকাপ চলার মধ্যে বুধবার, ২৫ অক্টোবর দেশে ফেরেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার এই আকস্মিক দেশে ফেরাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন অনেকে।
পরে জানা গেছে সাকিব এসেছিলেন বিশ্বকাপে নিজের বাজে ফর্ম কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে অনুশীলনের জন্য।
দুই দিনের সফর শেষে বৃহস্পতিবার রাতে ফের কলকাতায় দলের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অধিনায়ক। শনিবার,২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব ইস্যুতে পেসার তাসকিন আহমেদকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
সাকিবের দেশে ফেরা নিয়মের মধ্যে কি না? কতটা প্রয়োজনীয় ছিল? অধিনায়ক বলেই কি সাকিব বাড়তি সুবিধাটা পেলেন? সাংবাদিকদের এমন সব প্রশ্নের জবাবে তাসকিন বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গেছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। ক্রিকেট সংশিষ্ট কারণেই গেছিলেন তিনি। অন্য কিছু না। ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।’
তিনি আরও বলেন, ‘আমরা টিমমেটরা তার এই যাওয়ায় প্রশংসাই করেছি। তার ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে তিনি কীভাবে ভালো করবেন। তিনি কোনো নিয়ম ভেঙে ঢাকা যাননি।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন