Advertise top
খেলা

বাবরদের পাশে দাঁড়াতে পিসিবির আহ্বান

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম    

বাবরদের পাশে দাঁড়াতে পিসিবির আহ্বান
পিসিবি লোগো

 

পাকিস্তান এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার পর শক্তির বিচারে পিছিয়ে থাকা আফগানিস্তানের কাছে হেরেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে বেশ সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। তবে ক্রিকেটারদের পাশে থাকার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

বৃহস্পতিবার,২৬ অক্টোবর এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘সাফল্য এবং পরাজয় খেলার অংশ। অধিনায়ক বাবর আজম এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের জন্য দল গঠনে স্বাধীনতা ও সমর্থন দেওয়া হয়েছিল। অধিনায়ক বাবর আজম এবং টিম ম্যানেজমেন্টের পাশে আছে বোর্ড, সাবেক ক্রিকেটারদেরও পাশে থাকার আহ্বান করা হচ্ছে।’

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘দল নিয়ে পরবর্তী পদক্ষেপ টুর্নামেন্টের পরে নেওয়া হবে। বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতের কথা ভেবে পাকিস্তান ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে বোর্ড নিজেদের সিদ্ধান্ত নেবে।'

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal