বরিশাল নিউজ ঢাকা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:১০ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ধেয়ে আসায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌপরিবহন মন্ত্রণালয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযান চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারাদেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।’
এর আগে সকালে বরিশাল ও ভোলা থেকে অভ্যন্তরীন রুটে লঞ্চ চরাচল বন্ধ ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন