তারিকুল ইসলাম
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:২০ পিএম আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

বরিশাল নিউজ ডেস্ক: গত সাড়ে ৩১ ঘণ্টায় দেশের ভূ-প্রকৃতিতে এক অস্বাভাবিক অস্থিরতা লক্ষ্য করা গেছে। এই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে মোট চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় আজ, শনিবার। সন্ধ্যায় ঢাকায় পরপর দুটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পন দুটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা। এর আগে আজ সকালেও নরসিংদীতে আরেকটি মৃদু কম্পন অনুভূত হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার সকালে অনুভূত হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী এবং ভয়াবহ। এই শক্তিশালী কম্পন রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষকে আতঙ্কিত করে তোলে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
এই ঘটনায় এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প সময়ের ব্যবধানে এত ঘন ঘন ভূমিকম্প হওয়া উদ্বেগের কারণ। তারা নাগরিক সমাজের প্রতি সতর্কতা অবলম্বন এবং পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন