বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

শরীফ হোসাইন, ভোলা ॥ আজ ঐতিহাসিক ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলসহ ভোলার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিলো। ৫৫ বছর ধরে সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন স্বজন হারানো উপকূলবাসীরা।
উপমহাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ১৯৭০ সালের ঘূর্ণিজড়ে সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছিল। জন-মানুষ শুন্য হয়ে পড়েছিলো দ্বীপজেলা ভোলা।
দিনটি স্মরণে দেশব্যাপী আলোচনা সভা, সেমিনার, কুরআনখানি ও মিলাদ মাহফিল আয়োজন করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ভোলায় আলোচনা সভায় ১৯৭০ সালের ১২ই নভেম্বরকে ‘উপকূল দিবস ‘ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়। বুধবার , ১২ নভেম্বর দুপুরে ভোলা প্রেসক্লাবে উপকূল ফাউন্ডেশন, ব-দ্বীপ ফোরাম, জাগরণ ফাউন্ডেশন, যুব রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন