তারিকুল ইসলাম
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

বরিশাল নিউজ ডেস্ক:
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। স্থানীয় সময় সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশের অভ্যন্তরে, নরসিংদীর মাধবদী এলাকায়। শক্তিশালী এই কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
যদিও বরিশাল বিভাগটি ভূমিকম্পের ঝুঁকি মানচিত্রের 'নিম্ন ঝুঁকিপ্রবণ' বা জোন-৩ এর আওতাভুক্ত, তবুও আজকের শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পর এখানকার বাসিন্দাদের মধ্যেও মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্প শুরু হতেই মানুষজন বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে রাজধানী ঢাকা, নরসিংদী এবং নারায়ণগঞ্জে বেশ কয়েকজন মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। পুরাতন ঢাকায় ভবনের রেলিং ধসে পড়ার মতো ঘটনায় কয়েকজন পথচারীর মৃত্যু হয়। সারাদেশে ভবন ধস, রেলিং বা দেয়াল ভেঙে পড়া এবং আতঙ্কে ছোটাছুটি করার কারণে অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বরিশাল অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকলেও, আকস্মিক এই ঝাঁকুনিতে অনেকেই ভয় পেয়ে যান। কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এই বিভাগ থেকে পাওয়া যায়নি। তবে, বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদিও এই অঞ্চলটি কম ঝুঁকিপূর্ণ, দুর্বল অবকাঠামোতে যেকোনো মাত্রার কম্পনই ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৫.৭ জানালেও, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এটিকে ৫.৫ মাত্রা হিসেবে উল্লেখ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরে সক্রিয় ফল্ট লাইনের কারণে এই ধরনের ভূমিকম্প হচ্ছে। তারা সবাইকে আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতন থাকার এবং ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন