Advertise top
পরিবেশ

‘‘দুর্যোগ প্রশমন ও পুনর্বাসন কার্যক্রমে দেশ দৃষ্টান্ত স্থাপন করেছে”

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০২ পিএম    

‘‘দুর্যোগ প্রশমন ও পুনর্বাসন কার্যক্রমে দেশ দৃষ্টান্ত স্থাপন করেছে”
বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি। ছবি: বরিশাল নিউজ

 ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের সঙ্গে বরিশালেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

 

দিবসটি উপলক্ষে সোমবার, ১৩ অক্টোবর সকালে বরিশাল সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সবাই।

 

সেখানে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি ও প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

 

এ সময় উপদেষ্টা ফারুক ই আজম বলেন, আগাম সতর্কতা খুব দ্রুত জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমারা, যাতে জনগণ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারেন। দুর্যোগপ্রবণ এলাকা থেকে তারা যেন দ্রুত সরে আসতে পারেন। তিনি বলেন, কোথাও যদি জলোচ্ছ্বাস হয়, সেটি কত উচ্চতায় হবে তার তথ্য যেন আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি, এ রকম ব্যবস্থা নিতে সারা পৃথিবীতে যারা এ ধরনের তথ্য ছড়িয়ে দেয় তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। ফলে এখন আমরা দ্রুত তথ্য পাচ্ছি যা দ্রুত জনগণকে দিতেও পারছি। 

 

উপদেষ্টা বলেন, কিছু কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। আমাদের ব্যবস্থাপনা ধরতে গেলে অন্যান্য দেশ ব্যবহার করছে। আগাম সতর্কবার্তা, প্রস্তুতি ও পুনর্বাসন কার্যক্রমে দেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal