Advertise top
পরিবেশ

ঘূর্ণিঝড় হামুন: বরিশালে অভ্যন্তরীন লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০১:১০ পিএম     আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০১:৩২ পিএম

ঘূর্ণিঝড় হামুন: বরিশালে অভ্যন্তরীন লঞ্চ চলাচল বন্ধ
বরিশাল নদী বন্দর

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘ঘূর্ণিঝড়ে রূপ নেয়ায় বরিশাল বিভাগের নদনদীতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

 

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক মঙ্গলবার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, বরিশাল বিভাগ বিশেষ করে বরিশাল ও ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবটা বেশি। তাই বরিশাল-ভোলাসহ বিভাগের সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, পায়রা সমুদ্র বন্ধরে ৭ নম্বর বিপদ সংকেত ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত রয়েছে।

 

বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে রাতে বরিশাল-ঢাকা লঞ্চ চলাচল করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal