Advertise top
খেলা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা লড়াই, বোলারে ভরসা সাকিবের

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১০:১০ এএম    

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা লড়াই,  বোলারে ভরসা সাকিবের
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান

 

বিশ্বকাপে আজ  বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা লড়াই। ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

এই ম্যাচে ফিরছেন ইনজুরিতে বিশ্রামে থাকা অধিনায়ক সাকিব আল হাসান। তবে,ম্যাচে থাকছেন না ইনজুরিতে পড়া পেসার তাসকিন আহমেদ।

 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সোমবার সাকিব বলেছেন, ‘বোলাররা পারফর্ম না করলে এখানে জেতা খুব কঠিন হবে। বোলাররা আমাদের জন্য এখানে ম্যাচটা জিততে পারে, এখানে সাধারণত এটাই হয়। প্রথম ইনিংসে এখানে অনেক রান হয়, পরে বোলিং ভালো হয়।’

 

যদিও সাকিব সংবাদ সম্মেলনের শুরুতে বলেছেন, অন্য মাঠ হলে যেমন চেন্নাই স্পিনারদের ভালো করার অনেক সুযোগ ছিল। এখানে সুযোগ কম। কারণ স্পিন ধরে কম। মাঠও আবার ছোট।  

 

মুম্বাই ম্যাচে উইকেট-ব্যাটিং-বোলিংয়ের বাইরে কন্ডিশন বড় ভূমিকা রাখতে পারে বলেও ইঙ্গিত করেছেন সাকিব। সেখানে প্রচন্ড গরম। যা ইনজুরির শঙ্কা বাড়িয়ে দেয়। সাকিবের মতে, যে দল কন্ডিশন ভালো সামলাতে পারবে তাদের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal