বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম

বিদেশে চার বছর নির্বাসিত জীবন কাটানোর পর শনিবার, ২৭ অক্টোবর পাকিস্তানে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশে ফেরার দিনই লাহোরে এক জনসভায় যোগ দেন। সেখানে নওয়াজ বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের ভূয়সী প্রশংসার পাশাপাশি নিজেদের ব্যর্থতার কথাও বলেন।
নওয়াজ শরিফ বলেন, সামান্য পাট ছাড়া আর কী উৎপাদন হত পূর্ব পাকিস্তানে। অথচ, আজ সেই দেশ পাকিস্তানকে ছাপিয়ে কোথায় পৌঁছে গেছে। বাংলাদেশ থেকে আমরা কেন পিছিয়ে পড়লাম, পাকিস্তানের মানুষের তা জানার অধিকার আছে।
তিনি আক্ষেপ নিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান যদি আজ আলাদা না হতো, তাহলে আজকে আমাদের অর্থনৈতিক করিডোর থাকতো। তাতে আমরা মিলেমিশে চেষ্টা করতাম এগিয়ে যাওয়ার। যে বাংলাদেশকে আমরা অবমূল্যায়ন করেছিলাম, আজ তারা কোথায় আর আমরা কোথায়! আজ বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে, আর আমরা সেই পেছনেই পড়ে আছি।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন