বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১১:১১ পিএম
স্কোর: বাংলাদেশ- ২৫৬/৮, ভারত - ২৫৭/৩।
পুনের ব্যাটিং বান্ধব উইকেট টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে করে ২৫৬ রান।
জবাব দিতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল করেন ১২.৪ ওভারে ৮৮ রান । তবে ঝড় তোলা রোহিত ৪০ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৪৮ রান করে আউট হয়ে যান হাসানের বলে।
এরপর গিল ফিরে যান ৫৫ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৫৩ রান করে। শ্রেয়াস আয়ার আজ খেলেছেন টাইগারদের মতো, ১৯ রান করেন তিনি।
তাতে জয় পেতে কোন কষ্টই হয়নি ভারতের। বিরাট কোহলি ৯৭ বলে হার না মানা ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ৪১.৩ ওভারে জয় তুলে নেন। বিরাট ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ছয়টি চার ও চারটি ছক্কার শট খেলেন। দল যখন জয় হতে ১৫ রানে দূরে। তখন বিরাটের রান ছিল ৮৫। তারপরও দুই ছক্কা ও এক চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন