Advertise top
খেলা

৬ মেরে শরিফুল দলকে নিলেন ২৫৬-তে

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম     আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৫০ পিএম

৯৩ রানে ভাঙলো ওপেনিং জুটি
৪৩ বলে ৫১ রান করে এলবিডব্লিউ তানজিদ।

 

বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে ৫০ ওভার পুরো খেলে ২৫৬ রান সংগ্রহ করেছে। হাতে ছিল ২ উইকেট।  ইনিংসের শেষ বলে বুমরাহকে ৬ মেরে ২৫৬তে দলকে পৌঁছেন দেন শরিফুল। শরিফুল, মুস্তাফিজ ছিলেন অপরাজিত। 

 

উইকেট পতন:  ৯৩/১- তানজিদ হাসান (১৪.৪ওভার), ১১০/২-শান্ত (১৯.৬),   ১২৯/৩-মিরাজ (২৪.১), ১৩৭/৪-লিটন দাস (২৭.৪), ১৭৯/৫-তাওহীদ হৃদয় (৩৭.২), ২০১/৬-মুশফিকুর রহিম (৪২.৩), ২৩৩/৭, নাসুম আহমেদ (৪৬.৫), ২৪৮/৮-মাহমুদুল্লাহ রিয়াদ (৪৯.২)।

 

৯৩ রানে ভাঙলো ওপেনিং জুটি

 

ড্রিংকসের পরে নেমেই কুলদীপ যাদবকে সুইপের চেষ্টা করেছিলেন তানজিদ।  তবে ফ্ল্যাট বলটির লাইন মিস করে গেছেন পুরোপুরি। ৪৩ বলে ৫১ রান করে এলবিডব্লিউ তানজিদ, রিভিউও করেননি। সেটি করলে লাভও হতো না। ভারত পেয়েছে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। ৯৩ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি।

 

তানজিদের ফিফটি

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি করলেন তানজিদ, ৪১ বলে। সেটিও বিশ্বকাপে। প্রতিপক্ষ ভারত। তানজিদ হাসানের স্মরণীয় দিন আজ। ১৪ ওভারে দলের রান তখন ৯০।

শার্দুল ঠাকুরের বলে সিঙ্গেল নিয়ে বাঁহাতি এ ওপেনার  ফিফটি পূরণ করেন।

 

বাংলাদেশ ৬৩/০

ভারতের প্রথম ১০ ওভারে আগের তিন ম্যাচে প্রতিপক্ষ কোনো দলই ফিফটি করতে পারেনি। প্রতিবারই একটি করে উইকেট নিয়েছিল ভারত। ব্যতিক্রম ঘটল এবার।বাংলাদেশ ১০ ওভারে করেছে ৬৩ রান, কোন উইকেট না হারিয়ে।

 

এ বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রান

অস্ট্রেলিয়া ৪৩/১ (বুমরা)

আফগানিস্তান ৪৮/১ (বুমরা)

পাকিস্তান ৪৯/১ (সিরাজ)

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal