Advertise top
বিদেশ

বাইডেন-জর্ডান সম্মেলন বাতিল

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম    

বাইডেন-জর্ডান সম্মেলন বাতিল

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অংশগ্রহণে অনুষ্ঠেয় একটি শীর্ষ সম্মেলন বাতিল ঘোষণা করেছে জর্ডান। ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে এ সম্মেলন নতুন জীবনের সঞ্চার করবে বলে আশা করা হয়েছিল।

 

কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী গাজার একটি হাসপাতালে জঘণ্যভাবে বোমা হামলা চালিয়ে ৫ শতাধিকেরও বেশি লোককে হত্যা করায় পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। এই অবস্থায় জর্ডান পূর্ব ঘোষিত সম্মেলন বাতিল করেছ।খবর এএফপি।

 

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, ‘যখন যুদ্ধ ও গণহত্যা বন্ধের সিদ্ধান্ত হবে, শীর্ষ সম্মেলন তখনই অনুষ্ঠিত হবে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal