Advertise top
খেলা

নিউজিল্যান্ডের দ্বিতীয় জয়

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম       

নিউজিল্যান্ডের টানা দ্বিতীয় জয়
বিশ্বকাপে নিউ জিল্যান্ড টিম

 

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছে কিউইরা।

 

হায়দারাবাদে সোমবার,৯ অক্টোবর টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে উইল ইয়ং, রাচিন রাভিন্দ্র ও টম ল্যাথামের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ইয়ং ৭০, রাচিন ৪১ ও ল্যাথাম ৫৩ রান করেন।

 

৩২৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৭ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। এরপর তেজা নিদামানারুকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন কলিন আক্রম্যান।

 

তবে দলীয় ১১৭ রানে ২৫ বলে ১৮ রান করে আউট হন নিদামানারু। এরই মাঝে নিজের অর্ধশতক পূর্ণ করেন আক্রম্যান।

 

দলীয় ১৫৭ রানে ৭৩ বলে ৬৯ রান করে সাজঘরে ফিরে যান আক্রম্যান। তার বিদায়ের পর পরের ব্যাটাররা হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২২৩ রানে অলআউট হয় ডাচরা। ৯৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। দলের পক্ষে ৫ উইকেট নেন মিচেল স্যান্টনার।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal