Advertise top
খেলা

বাংলাদেশ দলে বোলার বাড়ানোর ভাবনা

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম    

বাংলাদেশ দলে বোলার বাড়ানোর ভাবনা
বাংলাদেশ দল। ফাইল ফটো

 

ধর্মশালায় মঙ্গলবার বাংলাদেশ দলের সামনে ইংলিশ পরীক্ষা।সেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে মাঠের বাইরের আলোচনায় সরগরম ক্রিকেট অঙ্গণ।

 

বাংলাদেশের একাদশে আরও একজন বোলার নেওয়ার চিন্তাভাবনা চলছে।সেই অতিরিক্ত একজন হবে পেসার নাকি স্পিনার? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে ওই প্রশ্নের উত্তরে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানিয়েছেন, তারা উইকেট ও কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেবেন।

 

হেরাথ বলেছেন, ‘এটা কন্ডিশনের ওপর নির্ভর করবে। যদি আরেকজন বোলার দরকার পড়ে অবশ্যই নির্বাচক, কোচ ও অধিনায়ক আরেকজন বোলার দলে নেবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে উইকেট দেখতে হবে। উইকেট পড়তে পারতে হবে।’

 

এছাড়া টাইগারদের কোচ জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষেও শরীরি ভাষা, পরিকল্পনা বাস্তবায়ন ও মানসিকতার দিক থেকে আফগানিস্তান ম্যাচের মতোই আক্রমণাত্মক থাকবেন তারা, ‘নিজস্ব ব্র্যান্ড অব ক্রিকেট খেলতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ, এপ্রোচ, মাইন্ডসেট একইরকম থাকতে হবে।’

 

ধর্মশালার ম্যাচে সাকিব-মুস্তাফিজ নয়,আউটফিল্ডের ভয় ধরেছে ইংলিশদের। সংবাদ সম্মেলনে আসা হেরাথকে ইংলিশ সাংবাদিকরা আউটফিল্ড নিয়ে একের পর এক প্রশ্ন করেছেন। যদিও হেরাথ এব্যাপারে কথা বলেননি।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal