বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:০৬ পিএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস) শনিবার ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। হামাসের এ হামলায় অন্তত ৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ। এ হামলার পরপরই ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা শুরু করেছে। খবর রয়টার্সের।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের শত্রুদের এর মূল্য দিতে হবে যা তারা জানে না। আমরা যুদ্ধের মধ্যে আছি এবং আমরা এটি জিতবো। নেতানিয়াহুর ওই ঘোষণার পরপরই গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল।
দখলকৃত গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
সীমান্ত এলাকায় চলছে তুমুল লড়াই। সমুদ্র, স্থলপথ এবং আকাশপথ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে ঢুকে পড়েছে। ইসরাইল লক্ষ্য করে প্রায় ২০০০ রকেট ছুঁড়েছে হামাস।
হামাসের শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ ফিলিস্তিনিদের সর্বত্র ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার আহবান জানিয়েছেন।
তিনি এক অডিও বার্তায় বলেন, পৃথিবীতে শেষ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এটাই সবচেয়ে বড় যুদ্ধের দিন।
ইসরাইলি সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করেনি সংগঠনটি।
শনিবার হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরি এ দাবি করেছেন। খবর বিবিসির।
ইসরাইলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, গাজায় তারা এখন পর্যন্ত ১৭টি সামরিক কম্পাউন্ড এবং হামাসের চারটি অপারেশনাল হেডকোয়ার্টারে আঘাত করেছে।
সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পাশাপাশি ইউরোপের বহু দেশ এ সংঘাত বন্ধে দুই পক্ষের প্রতি আহবান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন