বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:১০ পিএম

সপ্তম ওভারে বল হাতে নেন সাকিব। কিন্তু নো উইকেট। তবে নিজের পরের ওভারেই (৮.২) দলকে ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক। এরপর দ্বিতীয় ব্রেক থ্রুর আশায় মিরাজকে ১৫তম ওভারে আক্রমণে আনেন সাকিব। মিরাজ আফগান শিবিরে দ্বিতীয় ধাক্কা দিতে না পারলেও তৃতীয় উইকেট জুটি ভাঙেন তিনি।
আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহেদিকে ফেরান ডানহাতি এই অফ স্পিন অলরাউন্ডার। পরে তুলে নেন রশিদ খান ও মুজিব উরকে।ব্যাট হাতেও করেন ৫৩ রান। ম্যাচ সেরা হওয়া মিরাজ তার সাফল্যের কারণ জানাতে গিয়ে বলেন, ‘আমি কিছুটা সতর্ক ছিলাম, অধিনায়ক ভালো জায়গায় বোলিং করতে বলেছিলেন। তিনি আমাকে ধারাবাহিকতা রেখে নিজের পারফরম্যান্সে মনোযোগ রাখতে বলেছিলেন, উনাকে ধন্যবাদ দিতে হবে।’
তিনে ব্যাট করতে নেমে ফিফটি করা মিরাজ নিজের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘আমি বল ধরে ধরে খেলার চেষ্টা করেছি, রানের দিকে তাকাইনি। উইকেট কিছুটা টার্নিং ছিল। আমি সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি। আমি অধিকাংশ সময় আটে ব্যাটিং করেছি, টপ অর্ডারে ব্যাট করতে পারা আমার কাছে দারুণ মুহূর্ত।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন