Advertise top
খেলা

৬ উইকেটের জয় নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম       

৫৭ রানের ইনিংস করে ফিরলেন মিরাজ
মেহেদী হাসান মিরাজ

 

স্কোর: বাংলাদেশ ১৫৮/ ৪, হাতে বল ৯২।

আফগানিস্তান ১৫৬/১০

ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্যা ম্যাচ মেহেদী হাসান মিরাজ।

 

৮৩ বলে নাজমুল করেছেন ৫৯* রান। তাঁর এই ইনিংসে আছে একটি ৬, তিনটি ৪।

সাকিবের পরে ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম। মুশফিক করেছেন তিন বলে ২* রান।

 

 

নাজমুলের ফিফটি

চাপ এড়িয়ে নাজমুল ক্রিজে থেকেছেন। ধীরগতিতে হলেও পেলেন ফিফটি। এজন্য তাঁর লেগেছে ৮০ বল।

 

জয়ের বাকি ১১ রান, ফিরলেন সাকিব

সাকিব আল হাসান ১৯ বলে ১৪ রান করে ফিরে গেলেন। বাংলাদেশে জয় পেতে তখন বাকি ১১ রান। বাংলাদেশ ৪র্থ উইকেট হারালো।

 

৫৭ রানের ইনিংস করে ফিরলেন মিরাজ

থামানো হলো মিরাজকে। দুইবার রিভিউ নিয়েছিলেন মিরাজ। দুইবারই তার পক্ষে ডিসিশন হয়।তাই তৃতীয় বারে ক্যাচ ঠিক হয়েছে কিনা থার্ড আম্পায়ারের দ্বারস্ত হন মিরাজ।

 

তবে এবার সিদ্ধান্ত গেল বোলার নভিনের পক্ষে।দারুন ক্যাচ নিয়েছে রহমত শাহ। মিরাজকে থামানো হল ৫৭ রানে।  বাংলাদেশের স্কোর তখন ১২৫/৩।

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal