Advertise top
বিদেশ

কারাগারে বসেই  শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গেস মোহাম্মদি  

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম    

কারাগারে বসেই  শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গেস মোহাম্মদি  
শান্তিতে নোবেল বিজয়ী ইরানের নার্গেস মোহাম্মদি

 

শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ইরানের নার্গেস মোহাম্মদি। বাংলাদেশ সময় শুক্রবার, ৬ অক্টোবর বিকাল ৩টায় শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।  মানবাধিকার কর্মী নার্গেস  ৩১ বছরের দণ্ড নিয়ে  বর্তমানে কারাগারে আছেন । 

 

ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

 

নার্গেস মোহাম্মাদি একজন মানবাধিকারকর্মী। বাকস্বাধীনতা ও স্বাধীনতার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ব্যাপক নিপীড়নের শিকার হয়েছেন তিনি। ইরান কর্তৃপক্ষ তাকে অন্তত ১৩ বার গ্রেপ্তার করেছে। দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে পাঁচ বার। বর্তমানে মোট ৩১ বছরের দণ্ড নিয়ে কারাগারে আছেন তিনি।

 

এই পুরস্কারের জন্য এবার ৩৫১ মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ২৫৯ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠান রয়েছে।

 

প্রতি বছর মনোনীত সংখ্যার ক্ষেত্রে ৩৫১ জন  এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যা ছিল ৩৭১। টানা অষ্টম বছর এ পুরস্কারের জন্য মনোনীতের সংখ্যা ৩ শতাধিক।

 

চলতি বছর ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যস্থ ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে নোবেল বিজয়ী না।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal