বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১২:১০ এএম আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:১২ পিএম

ভারতের বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে বিশাল ব্যবধানে হারাল সেই প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।
২০১৯ বিশ্বকাপের কথা আজও ভুলতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। সেই ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড জিতেছিল রুদ্ধশ্বাস নাটকীয়তার পর। নিউজিল্যান্ড যেন সেই হারের প্রতিশোধ নিলো মোদী স্টেডিয়ামে ।
ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য খুব ছোট ছিল না, কিন্তু নিউজিল্যান্ডের দুই সেঞ্চুরিয়ান ১৩.৪ ওভার ও ৯ উইকেট হাতে রেখে তা টপকে গেলেন অনায়াসে।
ডেভন কনওয়ে অপরাজিত ছিলেন ১২১ বলে ১৫২ রানে, রাচিন ৯৬ বলে ১২৩ রানে। ৯ উইকেটের জয়ে বিশ্বকাপের শুরুতেই চ্যাম্পিয়নদের হারিয়ে নিউজিল্যান্ড জানান দিলো, তারা এবারও শেষ পর্যন্ত যাওয়ার দাবি রাখে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন